এস, এম তরুণঃ তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ফরিদপুর ফ্রিল্যান্সার এ্যসোসিয়েশন এর উদ্যোগে আগামী ২৯ অগাস্ট শুক্রবার বিকেল ৩.৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ওয়েব ডিজাইনের ওপর বিশেষ কর্মশালা। এতে এইচটিএমএল, সিএসএস, এই বিষয়ের উপর বিস্তারিতভাবে হাতে-কলমে শেখানো হবে। এই বিষয়ে ফ্রিল্যান্সিং/ক্যারিয়ার গড়তে আগ্রহীদেরকে উপস্থিত থাকতে বলা হোয়েছে।
ট্রেনিংয়ের বিষয়বস্তু:
- Web Application Intro. 2. HTML (Basic) by Ehsan Munna (Asst. IT Officer, Daffodil International University) 3. CSS by Ariful Tonu (Java Developer, Era Infotech Ltd) 4. Twitter Bootstrap 3 (A front end framework) by Ehsan Munna (Asst. IT Officer, Daffodil International University) যা যা আনতে হবে: 1. Paper 2. Pen 3. Laptop with notpad++ (if available)
আগ্রহীদেরকে ২৯ অগাস্ট শুক্রবার বেলা ১২ টার মধ্যে যোগাযোগ করতে বলা হয়েছে। আয়োজক : ফ্রিল্যান্সার এ্যসোসিয়েশন (ফরিদপুর) যোগাযোগ: মাসুদ: ০১৭২২৫২৬৮৩৮ তরুন: ০১৭১৬৩০৬৮৯০ সুজন পাল: ০১৭৩২৩২৩০০৩
ট্রেনিংয়ের স্থান: সাইবার নেট কম্পিউটার বারি প্লাজা (৪র্থ তলা) থানা রোড, ফরিদপুর।